রাজধানীর কল্যাণপুরে একটি বাসায় গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। অাহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে কল্যাণপুরের একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩২), শিশু কন্যা আফরিদা (১১ মাস), আরজু বেগম (২৮) তার স্বামী রফিকুল ইসলাম (৩০)।
দগ্ধ রীনা বেগম জাগো নিউজকে জানান, তারা ওই বাসায় ভাড়া থাকেন। রাতের রান্না করার জন্য গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিনিসহ হলে পাচঁজন দগ্ধ হন। পরে পাশের ফ্ল্যাটের লোকজন তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেকের ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, দগ্ধ পাঁচজনের মধ্যে শিশু আফরিদা ৪৬ শতাংশ ও আরজু ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com