কলাপাড়া প্রেসক্লাবের হুমায়ুন সভাপতি, সম্পাদক মিন্টু

লেখক:
প্রকাশ: ৩ years ago

পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় হুমায়ুন কবির সভাপতি ও এস এম মোশারফ হোসেন মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

নির্বাচিত অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি দেলওয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক অশোক মুখার্জী, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজ সাহিত্য, সাংস্কৃতিক ও সমাজ সেবা সম্পাদক জীবন কুমার মন্ডল এবং দুই নং সদস্য মো. এনামুল হক।

১১টি পদের বিপরীতে সাতটি পদে প্রার্থীতা জমা পড়ায় নির্বাচন কমিশনার অমল মুখার্জী ও সদস্য শরিফুল হক শাহীন তাঁদের বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী ঘোষণা করেন। সব শেষে বিজয়ীদের শপদ বাক্য পাঠ করানো হয়।