পটুয়াখালীর কলাপাড়ায় চালক মো. মারুফকে (২০) অজ্ঞান করে যাত্রীবাহী অটো, মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পায়রাবন্দর সংলগ্ন ফোর লাইন সড়কে এ ঘটনা ঘটে। অটোচালককে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মারুফের পিতা মো. দেলোয়ার হোসেন বলেন, কুয়াকাটা থেকে দুপুর ১২টার দিকে চালক মারুফ পাঁচজন আরোহী নিয়ে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে আরোহীরা তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে। এরপর তার সাথে থাকা একটি মোবাইল সেট, নগদ চার হাজার টাকা ও অটোটি নিয়ে চম্পট দেয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, বর্তমানে ওই আটোচালক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অটোচালক মারুফ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com