কলসকাঠী বি.এম একাডেমীর উদ্যোগে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বই মেলার উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৪ years ago

আজ ৬ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় কলসকাঠী বি.এম একাডেমীর আয়োজনে। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলসকাঠী বি.এম একাডেমী প্রাঙ্গণে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বই মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায়, সহকারী কমিশনার (ভুমি) বাকেরগঞ্জ বরিশাল তরিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকেরগঞ্জ বরিশাল মোঃ আকমল হোসেন খান, সভাপতি কলসকাঠী ইউনিয়ন আওয়ামীলীগ বাকেরগঞ্জ আবদুস সালাম তালুকদার, প্রধান শিক্ষক কলসকাঠী বি.এম একাডেমী দীপক কুমার পালসহ বিভিন্ন অতিথি বৃন্দ, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

শুরুতে জেলা প্রশাসক বরিশাল শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বই মেলার শুভ উদ্বোধন করেন। পরে এক অলোচনা সভায় অতিথিরা মুজিববর্ষ উপলক্ষে বই মেলার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ প্রধান অতিথিসহ সকল অতিথিরা বইয়ের স্টল পরিদর্শন করেন। ৭ দিনব্যাপী বই মেলায় ১৭ টি বইয়ের স্টল রয়েছে।