কলকাতায় মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘থাই কারি’। গতকাল
পশ্চিমবঙ্গের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। অঙ্কিত অনিন্দ্য পরিচালিত ছবিতে মিম জুটি বেঁধেছেন সোহমের সঙ্গে। এছাড়া এই ছবিতে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়, হিরণ চ্যাটার্জী, রেচেল হোয়াইট, তৃণা সাহাসহ আরও অনেকে।
জানা গেছে, মুক্তির দিন ভালো দর্শক পেয়েছে ছবিটি। এখন কলকাতা মাতাচ্ছেন মিমের ছবিটি। ছবিটি মুক্তির আগে কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মিম ছাড়া ছবির অন্যান্য অভিনয়শিল্পীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এই ছবির প্রচারণায় না থাকতে পারার কারণ জানিয়ে বলেন, ‘আমার পাসপোর্ট আমেরিকান অ্যাম্বাসিতে। সেখান থেকে পাসপোর্ট নিয়ে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে দিয়ে ভিসা পেতেও সময় লাগবে। এই কারণেই ছবির মুক্তির সময় কলকাতা যেতে পারলাম না। তবে আমি জেনেছি, মুক্তির প্রথম দিন ভালো সাড়া পেয়েছি ছবি। এটি সিরিয়াস কোন ছবি নয়। সাধারণ কমেডি ঘরানার ছবি। যা দেখে মানুষ বিনোদিত হচ্ছে।’
সংবাদ সম্মেলনে ছবির পরিচালক বলেন, ‘খাদ্য রসিকদের কাছে “থাই কারি” অত্যন্ত প্রিয় একটি পদ। টক, ঝাল, মিষ্টি- সব ধরনের স্বাদ যেমন খাবারটিতে রয়েছে, তেমনি এই ছবিতেও এর সব আছে। যা আপামর সবার ভালো লাগবে।’
এদিকে মিম অভিনীত ‘সাপলুডু’ ছবির টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। আগামী এপ্রিলে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।