উপরের কথাগুলো কবি এ কে সরকার শাওনের। কবি শাওনের জন্ম ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুরে। পিতা মো: আবদুল গনি সরকার একজন সরকারী কর্মকর্তা ছিলেন এবং মাতা মিসেস সালেহা গনি সরকার ছিলেন একজন আদর্শ গৃহিনী। ছাত্র জীবন থেকেই তিনি নিয়মিত লিখছেন।
তিনি বাংলা এক্সপ্রেস এওয়ার্ডটি পান ২০২১ সালে। কিন্তু করোনার প্রকোপের কারনে তখন এওয়ার্ড কলকাতায় যেতে পারেন নি। বাংলা এক্সপ্রেসের সম্পাদক জনাব রাজু আলম কবির পক্ষে নিজেই এওয়ার্ডটি গ্রহন করেছিলেন । সম্প্রতি তিনি ও তাঁর দল ঢাকায় এসেছেন। এক ফাঁকে কবির উত্তরখানের বাসভবন "শাওনাজ ভবনে" গিয়ে "বাংলা এক্সপ্রেস এওয়ার্ড টি কবিকে হস্তান্তর করেন। সাথে ছিলো বিভিন্ন উপহার সামগ্রী।
প্রতিক্রিয়ায় কবি বলেন "এওয়ার্ড পেয়ে পেয়ে আমি অভিভূত। এক কথায় থ। কলকাতার এওয়ার্ড ঢাকায়! তাও আবার নিজ বাড়ীতে এওয়ার্ড পাবো এটা কখনো কল্পনাও করি নি।"
কৃতজ্ঞতা সরূপ কবি তাঁর প্রকাশিত তিনটি কাব্যগ্রন্থ যথাক্রমে "কথা-কাব্য", "নীরব কথপোকথন" ও "আপন ছায়া"বাংলা এক্সপ্রেসের সম্পাদককে উপহার দেন।
কবির শিক্ষা জীবনের হাতেখড়ি ঝালকাঠির উদ্ধোধন হাই স্কুলে। ছেলে বেলায় অসুস্থতার কারনে ১৯৭৫ সালে সরাসরি ৪র্থ শ্রেণিতে ভর্তি হন । ১৯৮০ সালের জুনে উদ্ধোধন হাই স্কুলে ৯ম শ্রেণিতে থাকাকালে বাবার বদলীজনিত কারনে নিজ গ্রাম গোপালপুরে চলে যান। ১৯৮৩ সালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৮৫ সালে নবীনগর সরকারী কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। ১৯৯১ সালে বাংলদেশ বিমান বাহিনীর এয়ারম্যান ট্রেনিং ইন্সটিটিউট (এটিআই) থেকে এ্যারোনটিক্যাল ইন্জিনিয়ারিং (এয়ারফ্রেম) থেকে প্রথম শ্রেণিতে এসোসিয়েট ইন্জিনিয়ারিং পাশ করেন। ১৯৯৬ সাল থেকে ১০ বছর ঐ ইন্সটিটিউটের প্রশিক্ষক ছিলেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় (বহিরাগত ) থেকে ইংরেজী সাহিত্য স্নাতক, ২০০৭ সালে এজাম্পশন বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড থেকে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক লাভ করেন। এ ছাড়া তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রী লাভ করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com