জাকারিয়া আলম দিপুঃ বরিশাল কর অঞ্চলের ১০টি সার্কেলসহ বিভাগের ৫ জেলার কর সার্কেলের মাধ্যমে ১ কোটি ৫৫ লাখ টাকা বকেয়া কর আদায় করছে বরিশাল কর অঞ্চল। বৈশাখী উৎসব ও হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে ৩ শতাধিক করদাতার কাছ থেকে এসব বকেয়া কর আদায় করা হয়েছে।
বরিশাল কর অঞ্চল প্রধান কার্যালয়ের বকেয়া রাজস্ব আদায়ের হালখাতা অনুষ্ঠানে ৩ শতাধিক করদাতার কাছ থেকে ১ কোটি ৫৫ লাখ টাকার বকেয়া রাজস্ব কর আদায় হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ রাজস্ব কর আদায় হয়েছে উপ-কর কমিশনার আবুল কালাম আজাদের তত্ত্বাবধায়নে থাকা ২ নং সার্কেল থেকে ৪৪ লাখ ৯০ হাজার ৫১৭ টাকা।
বরিশাল কর অঞ্চল কার্যালয় লাচিন ভবন প্রাঙ্গণে কর্মকর্তারা শুধু বকেয়া করই আদায় করেননি, তারা করদাতাদের জন্য বৈশাখী আপ্যায়ন, উপহার প্রদানসহ নববর্ষের আনন্দকে শুভেচ্ছা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। রবিবার সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হালখাতা-উৎসবের উদ্বোধন করেন বরিশাল কর অঞ্চল প্রধান মকবুল হোসেন পাইক।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মো: আবুল বাসার আকন, সহকারী কর কমিশনার মনজুর রহমান, সহকারী কর কমিশনার বিদ্যুৎ শিকদার, উপ-কর কমিশনার সদর (প্রয়োগিক) আনন্দ কুমার সাহা,উপ কর কমিশনার আবুল কালাম আজাদসহ কর অঞ্চল কার্যলয়ের কর্মকর্তারা।
উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ‘কর অঞ্চল কার্যালয় লাচিন ভবনে প্রতি বছরের ন্যায় এবারও করদাতাদের জন্য রাজস্ব হালখাতা ও বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। সোমবার সমাপ্ত হিসাব-নিকাশে দেখা গেছে, বৈশাখী রাজস্ব হালখাতার মাধ্যমে ১০টি সার্কেল থেকে ১ কোটি ২ রাখ ৩৮ হাজার ৫ শত ৭০ টাকা বকেয়া কর আদায় হয়েছে। এর ভেতর সর্বাধিক ৪৪ লাখ ৯০ হাজার ৫ শত ১৭ টাকা কর আদায় হয়েছে বরিশাল সার্কেল (২) থেকে।এছাড়া বিভাগের ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠী কর সার্কেল থেকে বকেয়া কর এসেছে ৫৩ লাখ ৬৪ হাজার ৫ শত ৪৭ টাকা।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com