আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল আগামী মাসের ২৫ তারিখের জাতীয় নির্বাচন পেছানোর পক্ষে ছিল না। কিন্তু, গত তিনদিনে দেশটিতে করোনা আক্রান্তদের সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।
আর, এই সংখ্যা বেড়ে যাওয়ার পর দেশটির চিকৎসক সংগঠন সরকারকে করোনা বিষয়ে সতর্ক করে। এরপরই, নির্বাচন পেছানোর ঘোষণা দেয় শ্রীলঙ্কার সরকার।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে কারফিউ জারির ঘোষণা দেন। জানানো হয়, শুধুমাত্র গণপরিবহন ও জরুরি সেবার যানবাহন চলাচল করতে পারবে।