করোনা শনাক্তে যুক্ত হলো আরেকটি পরীক্ষাগার

লেখক:
প্রকাশ: ৪ years ago

দেশে করোনাভাইরাস শনাক্তে আরও একটি পিসিআর পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। বেসরকারি পর্যায়ে ঢাকার ফেমাস স্পেশালাইজড হাসপাতালে এটি যুক্ত হয়েছে। এ নিয়ে দেশে বর্তমানে করোনা শনাক্তের পরীক্ষাগারের সংখ্যা ৮৪।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ২৫৩টি, পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৯৯টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি। গত ২৪ ঘণ্টায় যা নমুনা সংগ্রহ হয়েছে, এতে ২ হাজার ৮৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৪৫ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪ শতাংশ।