ময়মনসিংহের নান্দাইল উপজেলায় করোনা ভাইরাসের কথিত কবিরাজ শাহীন মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তার বাবা জসিম উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামে ওই কবিরাজের বাড়ি।
শুক্রবার রাতে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
জানা যায়, শুক্রবার কথিত কবিরাজ শাহীন মিয়া (২২) স্থানীয় মসজিদে জুম্মার নামাজের এক পর্যায়ে আগত মুসুল্লিদের উদ্দেশে ঘোষণা দেন, তিনি স্বপ্নে করোনা ভাইরাসের ওষুধ পেয়েছেন। তার তৈরি ওষুধ খেলে কেউ করোনা ভাইরাসের আক্রান্ত হবে না এবং আক্রান্তরাও সেরে যাবেন। মসজিদে এই ঘোষণার পরপর এলাকার আতংকিত লোকজন তার বাড়িতে গিয়ে ভিড় করেন।
এ সংবাদ জানতে পেরে সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন সঙ্গীয় পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে কবিরাজ শাহিন মিয়া ও তার বাবা জসিম উদ্দীনকে (৫৫) আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে শাহিনকে ছয় মাসের জেল ও তার বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com