করোনা আক্রান্তের পর সুস্থ হলেন এক মাসের শিশু

লেখক:
প্রকাশ: ৫ years ago

করোনা ভাইরাসে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যাও। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। তবে এবার করোনা ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠলেন এক মাসের শিশু।

করোনাকে পরাজিত করা শিশুটির খবর দিয়েছে থাইল্যান্ড। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত মাত্র এক মাসের শিশু সুস্থ হয়েছে।

একমাস বয়সের ওই নবজাতকটির চিকিৎসকরা জানিয়েছে, চারটি অ্যান্টিভাইরাল ওষুধের সংমিশ্রণ প্রয়োগে শিশুটি সুস্থ হয়ে উঠেছেন। এর আগে রাজধানী ব্যাংককের বামরাসনারাদুরা ইনফেকশাস ডিজিজ ইনস্টিটিউটে করোনা ভাইরাসে আক্রান্ত ওই নবজাতককে ভর্তি করা হয়েছিল।

 

করোনায় আক্রান্ত নবজাতকের চিকিৎসায় নিয়োজিত বিশাল মুলাসার্ট বলেন, প্রথমে নবজাতকটিকে ১০ দিন চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকে চিকিৎসকেরা প্রতিদিন নিয়মিতভাবে নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা করে আসছিলেন।