করোনা: অনলাইনে মিলছে ফ্রি স্বাস্থ্য পরামর্শ

:
: ৪ years ago

করোনার প্রকোপের মধ্যে দেশের ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির বর্তমান অবস্থা বিবেচনায় অনেক চিকিৎসক বিনামূল্যে ‘অনলাইনে স্বাস্থ্য পরামর্শ’ দিচ্ছেন। আর মোবাইল অ্যাপ্লিকেশন হ্যালো ডাক্তার প্রো’র (HelloDoctor Pro) মাধ্যমে এই সুবিধাটি পাওয়া যাচ্ছে।

হ্যালো ডাক্তার ডট এশিয়ার পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ফোরকান হোসেন বলেন, এই অ্যাপের মাধ্যমে চিকিৎসকরা শিডিউল অনুযায়ী অনলাইনে রোগীর মেডিক্যাল রিপোর্ট দেখা, ভিডিও কনসালটেসন, চ্যাট কনসালটেসন এবং প্রেসক্রিপশন প্রদান করতে পারেন। এক্ষেত্রে ডাক্তাররা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিয়ে থাকেন।’

অন্যদিকে অনলাইনে চিকিৎসা পেতে আগ্রহীরা Hello Doctor Asia মোবাইল অ্যাপ্লিকেশন https://bit.ly/2X7NS1O লিঙ্ক থেকে ডাউনলোড করে বাড়িতে বসে ভিডিও কনসালটেসনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন।

বর্তমানে ১৫টি স্পেশালিটির প্রায় ১২৫ জন চিকিৎসক এ অ্যাপের মাধ্যমে অনলাইনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।