করোনায় মারা গেলেন অগ্রণী ব‌্যাংক কর্মকর্তা, বরিশাল অফিসার সমিতির শোক

লেখক:
প্রকাশ: ৪ years ago

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন অগ্রণী ব্যাংক লিমিটেড ভোলার সিনিয়র পিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন শরীফ। তিনি বরিশাল বটতলার শাখার সাবেক ব্যবস্থাপক ১৯৯৮ সালে অগ্রণী ব্যাংকে তিনি পেশা জীবনের শুরু করেন। কয়েকদিন আগে করোনার উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করান। তাতে তার পজেটিভ আসে। করোনা পজেটিভ আসার পর তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে শেবাচিমের করোনা ইউনিটে তিনি মৃত্যুবরণ করেন।

আনোয়ার হোসেন শরীফের মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বরিশাল অগ্রণী ব্যাংক অফিসার সমিতি। সাধারন-সম্পাদক দেবাশীষ কুন্ডু বলেন, অগ্রণী ব্যাংক তাকে হারিয়ে সত্যিকার অথ্যেই বাকরুদ্ধ। আনোয়ার হোসেন শরীফ আমাদের সহযোদ্ধা ছিলেন। তার মত একনিষ্ঠ পরিশ্রমি, কর্মঠ এবং আন্তরিক মানুষ খুঁজে পাওয়া দুস্কর। সাংগঠনিক এবং ব্যাংকিং সেক্টর তাকে হারিয়ে ভালো একজন মানুষকে হারিয়েছি। এই শূণ্যতা কখনো পূরণ হবার নয়। দেবাশীষ কুন্ডু ছাড়াও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সবরিশাল অগ্রণী ব্যাংক অফিসার সমিতির যুগ্ম -সাধারণ সম্পাদক নূর উদ্দীন আকন ও আনোয়ারুল হাকিম|