করোনায় আক্রান্ত সিএমপি‘র কোতোয়ালী থানার ওসি মহসীন

লেখক:
প্রকাশ: ৪ years ago

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ‘জনবান্ধব কর্মকর্তা’ হিসেবে পরিচিতি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। বর্তমানে তিনি থানা কোয়ার্টারে কোয়ারেন্টাইনে আছেন। আজ বুধবার (৫ আগস্ট) বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড প্রাপ্ত ওসি মোহাম্মদ মহসীন জানান, কোরবানির ঈদের দিন সন্ধ্যায় হালকা জ্বর অনুভব করায় কোয়ারেন্টাইনে চলে যাই। গতকাল মঙ্গলবার করোনার নমুনা দিয়েছিলাম। আজকে জানলাম করোনায় আক্রান্ত। এখন হালকা জ্বর, কাঁশি আছে। শরীর এবং মাথা প্রচণ্ড ব্যথা।

তিনি বলেন, কাজ ভালবাসি, তাই কাজটাকে খুব মিস করছি। সবার ভালবাসা আর দোয়ায় আবারও ফিরতে চাই। শেষ করতে চাই অসমাপ্ত কাজগুলো।

প্রসঙ্গত, করোনার শুরু থেকেই ত্রাণ বিতরণ, আক্রান্তদের হোম কোয়ারেন্টইন নিশ্চিত করণ, খাদ্য সহায়তা বিতরণসহ নানামূখী কাজ করে প্রশংসিত ওসি মহসিন। করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা ব্যাংক চালুর জন্যও এগিয়ে আসেন মোহাম্মদ মহসীন। ফেসবুকে নিজের পেজ ও ব্যক্তিগত আইডি ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে প্লাজমা ও রক্ত সংগ্রহে প্রতিনিয়ত ভূমিকা রাখছেন তিনি। এ পর্যন্ত কোতোয়ালী থানায় কর্মরত ৩৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে সবাই সুস্থ। সবাই সুস্থ হওয়ার পর ওসি নিজেই আক্রান্ত হলেন । এ কয়দিনে তাঁর সংস্পর্শে যারা আসছে তাদের তালিকা করা হচ্ছে। তাদেরকেও কোয়ারেন্টাইনে রাখা হবে।