জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শুরুর আগের দিন করোনাভাইরাসে আক্রান্ত হলেন আকবর আলী। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশের অধিনায়কসহ রংপুর বিভাগের তিন ক্রিকেটারের নমুনায় পজিটিভ ফল এসেছে।
দলটির বিশ্বস্ত সূত্রে আকবরের করোনা শনাক্তের খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও দুই ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে নামবে রংপুর।
প্রথম রাউন্ডে সাভারের বিকেএসপিতে ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছিল রংপুর। ওই ম্যাচে ১০ ও ২৮ রান করেন দলের উইকেটকিপার ব্যাটসম্যান আকবর।
জানা গেছে, শুক্রবার (২৬ মার্চ) করোনা পরীক্ষা করানো হয়। তাতেই রিপোর্টে পজিটিভ পাওয়া গেছে। রোববার (২৮ মার্চ) আরেকটি পরীক্ষা হয়েছে আকবরের। সেটার ফল নেগেটিভ হলেই রাজশাহীতে যাবেন তিনি।
একই দিন করোনাভাইরাসে আক্রান্ত হন বরিশালের ওপেনার মোহাম্মদ আশরাফুল। তিনি ঢাকার একটি হোটেলে আইসোলেশনে আছেন। এর আগে লিগের শুরুতেই করোনার ছোবল পড়ে সাদমান ইসলামের শরীরে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com