দেশে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা নিয়ে সরকার দুই প্রতিষ্ঠান দুরকম তথ্য দিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, ২০২০ সালের করোনার কারণে দেশের ৭ হাজার ৫৫৯ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। আর দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, ২০২০ সালে করোনার কারণে ৮ হাজার ২৮৪ জন মৃত্যুবরণ করেছেন। বিবিএসের হিসেবে স্বাস্থ্য অধিদফতরের চেয়ে ৭২৫ জনের বেশি মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
বুধবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিবিএস ভবনে সংবাদ সম্মেলনে করোনায় মৃত্যুর এসব তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
এ সময় সচিব বলেন, ‘আমাদের হিসাবে করোনায় মৃত্যুবরণ করেছে ৮ হাজার ২৮৪ জন। হয়তো ডিজি হেলথ থেকে যেটি দিয়েছে, সেটি থেকে কিছু পার্থক্য থাকতে পারে। তবে বড় ধরনের পার্থক্য নেই।’
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনায় দেশে ৭ হাজার ৫৫৯ জন মৃত্যুবরণ করেন।
সংবাদ সম্মেলনে বিবিএস জানায়, তাদের একটি প্রকল্পের আওতায় সারাদেশে ২ হাজার ১২টি নমুনা এলাকা রয়েছে। প্রত্যেক এলাকায় একজন করে নারী তথ্য সংগ্রহকারী রয়েছেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।