করোনার টিকা নিলেন শামীম ওসমান

:
: ৩ years ago

কোভিড-১৯ প্রথম ধাপের ভ্যাকসিন (করোনা টিকা) গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ভ্যাকসিন নেয়ার পর এটি সম্পূর্ণ নিরাপদ জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শামীম ওসমান ভ্যাকসিন গ্রহণ করেন।

এদিকে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ শয্যা হাসপাতালের টিকাদান কেন্দ্রে টিকা নিয়েছেন শামীম ওসমানের পরিবারের সদস্যরা। ওইদিন তার টিকা নেয়ার কথা থাকলেও তিনি ঢাকায় একটি জরুরি সভায় থাকার কারণে টিকা নিতে পারেননি।

শামীম ওসমান বলেন, ‘সারাবিশ্বে এখনো ১৩০টি দেশে করোনার ভ্যাকসিন পৌঁছায়নি। তবে ভ্যাকসিনপ্রাপ্ত মাত্র ২৫টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। এটি আওয়ামী লীগ সরকারের বিরাট সাফল্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান’।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৪০ হাজার মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং নারায়ণগঞ্জসহ সারা দেশের কোথাও কারো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তাই টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক ব্যবহারসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে অনুরোধ জানান তিনি।