করোনাভাইরাস : সময় বাঁচাতে মাথা ন্যাড়া করে সেবা দিচ্ছেন এই নার্স

লেখক:
প্রকাশ: ৫ years ago

শান ঝা। ৩০ বছরের বয়সী এই নার্স চীনের উহান ইউনিভার্সিটির রেনমিন হাসপাতালে কর্মরত। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেয়ার সুবিধার্থে মাথাই ন্যাড়া করে ফেলেছেন। দায়িত্বনিষ্ঠ এই নার্সের যুক্তি, এতে করে যেমন তিনি এই রোগে সংক্রমিত হওয়া থেকে বেঁচে যাবেন, তেমনি তার সময়ও অপচয় হবে না।

চীনা সংবাদমাধ্যম চায়না ডেইলি ও এশিয়া নিউজ নেটওয়ার্কের (এএনএন) বরাত দিয়ে মালয়েশিয়াভিত্তিক দ্য স্টার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুই সন্তানের জননী এই নার্স গত সোমবার তার মাথা ন্যাড়া করেন। তিনি বলেছেন, মাথায় চুল বড় থাকলে প্রতিরোধক স্যুট পরতে বেশি সময় চলে যায়। অথচ এই মুহূর্তে সময় বাঁচানো খুবই জরুরি। এছাড়া মাথা ন্যাড়া করায় তিনি প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে পারবেন।

চীনে এ পর্যন্ত অন্তত ১০ হাজার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৩ জন। আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৭ জন।

এদিকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অবস্থিত জন হপকিনস ইউনিভার্সিটি একটি রিয়েল-টাইম ম্যাপ তৈরি করেছে। এই ম্যাপের সর্বশেষ (৩০ জানুয়ারি) দেয়া তথ্যে বলা হয়েছে, এ পর্যন্ত বিশ্বে নিশ্চিত মোট ৯ হাজার ৭৭৬ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চীনে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৫৮ জন। থাইল্যান্ডে ১৪, হংকংয়ে ১২, জাপানে ১১, সিঙ্গাপুরে ১০, অস্ট্রেলিয়ায় ৯, তাইওয়ানে ৯, মালয়েশিয়ায় ৮, ম্যাকাওয়ে ৭, দক্ষিণ কোরিয়ায় ৬, যুক্তরাষ্ট্রে ৬, ফ্রান্সে ৬ (একজন চিকিৎসকসহ) ও জার্মানিতে ৪ জন আক্রান্ত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়েছে। দেশটির প্রধান মেডিকেল কর্মকর্তা শুক্রবার এই ঘোষণা দিয়েছেন। আক্রান্ত দুই ব্যক্তি একই পরিবারের সদস্য।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার জেনেভায় এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয় সংস্থাটি।