কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ করে আলোচনায় আসা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত।
রোববার (২০ জুন) রাতে তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘স্যার (মাহবুব তালুকদার) গতকাল শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছিলো। এখন কেবিনে আনা হয়েছে। এরপর স্যারের করোনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।’
এনাম আরও বলেন, ‘স্যারের আরও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি আপাতত ভালো আছেন। এখনও কোনো জটিল শারীরিক সমস্যা দেখা দেয়নি।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com