‘কয়েক দিনের মধ্যে’ বেলারুশে মোতায়েন করা হবে কৌশলগত পারমাণবিক অস্ত্র

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলি ‘কয়েক দিনের মধ্যে’ বেলারুশের ভূখণ্ডে মোতায়েন করা হবে। মঙ্গলবার রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

লুকাশেঙ্কো আরও জানিয়েছেন, বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন ‘সম্ভাব্য আক্রমণকারীদের নিরুৎসাহিত করার জন্য।’

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, ৭ থেকে ৮ জুলাই বিশেষ মোতায়েন সুবিধা প্রস্তুত করার পরে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন শুরু হবে।

পুতিন বলেছেন, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েনের কারণ হচ্ছে, ব্রিটেন ইউক্রেনে ইউরেনিয়াম শূন্য অস্ত্র সরবরাহ করবে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রও ইউক্রেনের জন্য ইউরেনিয়াম শূন্য ট্যাঙ্ক পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, স্বল্পপাল্লার ইস্কান্দার মোবাইল ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে বেলারুশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি নিউক্লিয়ার ওয়্যারহেড বহন করতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।