আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে পালনে মতবিনিয় করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশ লাইনের পিওএম সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
নগর কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মাহাবুবর রহমান, পিপিএম।
এতে রাজশাহী নগরীর থানা, ওয়ার্ড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, আরএমপির ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, ডিসি (পশ্চিম) আমির জাফর, ডিসি (পূর্ব) একেএম নাহিদুল ইসলাম, ডিসি (পিওএম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, ডিসি (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুন প্রমুখ।
সভায় আরএমপিকে তথ্য দিয়ে সহযোগিতায় কমিউনিটি পুলিশিং সদস্যদের আহ্বান জানান। একই সঙ্গে আরএমপি গৃহিত বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। নগরীর নিরাপত্তায় জঙ্গিবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ডে সবার সহায়তা চান নগর পুলিশ প্রধান। সভায় কমিউনিটি পুলিশিং ডে সফলভাবে পালনে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।