কমলা রঙের তুষারে ছেয়ে গেছে পূর্ব ইউরোপ!

লেখক:
প্রকাশ: ৬ years ago

পূর্ব ইউরোপে অবস্থানরত দেশগুলির বাসিন্দারা সম্প্রতি একটি ব্যাপার দেখে বেশ অবাক হয়েছেন। আর তা হচ্ছে ‘কমলা রঙের তুষারপাত’। রাশিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও মালদোভার অধিবাসীরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবিও দিচ্ছেন বিস্তর।
তবে প্রকৃতি বিজ্ঞানীরা বলছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। এটা মোটেও কাকতালীয় কোনো বিষয় নয়। সাহারা মরুভূমিতে উৎপন্ন ধুলোঝড়ের সঙ্গে বৃষ্টি ও তুষারের মিশ্রণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতি ৫ বছরে একবার এ ধরণের ঘটনা ঘটতে পারে বলেও জানান তারা।
তারা আরো জানান, বছরের এই সময়টাতে সাহারায় ধুলোঝড়ের পরিমাণ বেড়ে যায় বলে পূর্ব ইউরোপের অনেকগুলো দেশেই কমলা রঙের তুষারপাত হয়েছে। মরুভূমির বালির কারণে তুষারের রঙ সাদা থেকে পাল্টে কমলা হয়ে গেছে। বিবিসি।