কমলাপুরে টিকেটের জন্য উপচেপড়া ভিড়

লেখক:
প্রকাশ: ৬ years ago

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার চতুর্থ দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে কমলাপুর রেলস্টেশনে। গত তিন দিনের তুলনায় আজ টিকিট প্রত্যাশীদের সবচয়ে ভিড় বেশি কমলাপুর স্টেশনে।

আজ বিক্রি হচ্ছে আগামী ১৩ জুনের টিকিট। অনেকে ১৪ জুন বৃহস্পতিবার এক দিন ছুটি নিয়েই ঢাকা ছাড়বেন। এ জন্য টিকিট কিনতে আজ কমলাপুরে মানুষের উপচেপড়া ভিড়।

কাঙ্ক্ষিত টিকিট পেতে কমলাপুর স্টেশনের টিকিট কাউন্টারগুলোর সামনে কেউ মধ্য রাত থেকে, কেউবা সেহেরির পর এসে লাইনে দাঁড়িয়েছেন।

বেসরকারী চাকরিজীবী আহসানুল কবির পরিবার নিয়ে ঈদ করতে যাবেন রংপুরে। ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়ে ১৩ তারিখেই ঢাকা ছাড়ার ইচ্ছে তার। এজন্য আজ সেহরির পরই এসেই লাইনে দাঁড়িয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে দুটি টিকিট হাতে পেয়ে তৃপ্তির হাসি তার মুখে।

অনেকে আবার কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে আফসোস করছিলেন। তবু কেউ আশা ছাড়ছেন না। টিকিট না পেয়ে স্টেশন ছাড়তে নাড়াজ তারা।

টিকিট কাউন্টার থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে বিক্রিত টিকিট ফেরতযোগ্য নয়।

এদিকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ রেলওয়ের নিজস্ব বাহিনী তৎপর রয়েছেন বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ।