প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ৪:১০ অপরাহ্ণ
কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর আর নেই
১৯৯০ সালে অকল্যান্ড কমনওয়েলথ সোনা জেতা শ্যুটার আতিকুর রহমান আর নেই। আজ সকালে হঠাৎই অসুস্থ হয়ে সোহরাওয়ার্দি হাসপাতালে ভর্তি হলে সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি। ৫৯ বছর বয়স হয়েছিল তাঁর।দীর্ঘদিন গলার ক্যানসারে ভুগলেও সম্প্রতি তা থেকে সেরে ওঠার অবস্থায় ছিলেন আতিক।
আজ ভোরেই চট্টগ্রাম থেকে তিনি ঢাকায় আসেন। বাসায় পৌছে অসুস্থ বোধ করলে প্রথমে তাঁকে ইবনে সিনা হাসপাতাল ও পরে সোহরাওয়ার্দি হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ‘খুব সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে উনার’- বলেছেন শ্যুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোস্তাক ওয়াইজ। আজ বিকেল ৩ টায় ফেডারেশনেই আতিকের জানাযা অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ গেমসের সেই আসরে আব্দুস সাত্তার নিনির সঙ্গে দ্বৈতের সোনা জিতেছিলেন আতিক ১০ মিটার এয়ার পিস্তলে। কমনওয়েলথ গেমসে সেটিই ছিল বাংলাদেশের প্রথম সোনা। যে সাফল্য গোটা দেশকে আনন্দে ভাসিয়েছিল। আতিক-নিনির পর ২০০২ সালে কমনওয়েলথ গেমসে দ্বিতীয় সোনা জেতেন আসিফ হোসেন খান।
‘আমার সোনা জয়ের পেছনেও উনার বড় ভূমিকা ছিল। অনেক কিছু শিখেছি তাঁর কাছ থেকে।’ বলেছেন আসিফ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com