কমনওয়েলথভূক্ত দেশসমূহের শীর্ষ তিন সফল সরকার প্রধানের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

:
: ৩ years ago
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সালমান রহমান, কূটনৈতিক প্রতিবেদক:: কমনওয়েলভূক্ত ৫৪ টি দেশের সরকার প্রধানদের মধ্যে শীর্ষ তিন অন্যতম নেতৃত্ব হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে । গত ৪ মার্চ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি ‘ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ ‘ উপলক্ষে দেয়া এক বিশেষ ঘােষণায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা , বার্বাডােসের প্রধানমন্ত্রী মিয়া আমাের মােটলে ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেনকে ‘ অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা ‘ হিসেবে অভিহিত করে কোভিড মহামারী মােকাবেলায় নিজ নিজ দেশে তাদের সফল নেতৃত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন । তিনি বলেন , ‘ আমাদের কমনওয়েলভূক্ত দেশগুলির মধ্যে আমি তিনজন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই । তারা হলেন , নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেন , বার্বাডােসের প্রধানমন্ত্রী মিয়া আমাের মােটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । কোভিড মহামারী মােকাবেলায় তারা নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন । এ তিন ব্যক্তিত্ব বিশ্বের আরাে অনেক নারীর পাশাপাশি আমাকে এমন একটি বিশ্ব গড়ে তােলার ব্যাপারে অনুপ্রেরণা যুগিয়েছেন যেখানে নারী – পুরুষ নির্বিশেষে সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যত ও কল্যাণ সুনিশ্চিত ও সুরক্ষিত থাকবে । ”