কাক
বিপ্লব গোস্বামী
একটা কাক অবিরাম ডাকছিলো
কদমের ডালে ,
কিন্তু হায় ! কেউ বুঝতে চাইল না
কেন ডাকছে সে।
কত জন তাড়া করে তারে
আরো কত জন দিল গালি,
তবু সে ডাকে কদমের ডালে
কতনা যে সুরে কতনা বার
বসন্ত কাল সকাল বিকাল।
কাক বলে ওহে নবিশ
তব মনে কি নেই বিষ !
তোমার সঙ্গী-সাথী যারা
সবে আমায় করে তাড়া !
কবি কোন রসেতে আত্মহারা
কোন সে ভুলে করো না যে তাড়া।
কবি বলেন কাক কুহু সুরে ডাক
সবাই যে তোমায় করবে আদর।
কাক বলে শুন নবিশ
মম কণ্ঠে যে বড় বিষ !
খেয়ে পচা গলা ঝরা
মোরা সুচি করি ধরা।
শুধু কা ডাকলে তাড়া !!
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com