কবি বিপ্লব গোস্বামী’র কবিতা “এলো বৈশাখ”

:
: ৩ years ago

এলো বৈশাখ

       বিপ্লব গোস্বামী

এলো বৈশাখ
বাজে ঢাক,বাজে শাঁখ।
বাংলার প্রতি ঘরে ঘরে
মহানন্দ আর  হর্ষ না ধরে।
পল্লী বালা বধূতে আজ
নব রূপে,নব সাজ ।
লাল পাড় শাড়ীতে নারী
সাজ করে রকমারি।
বাংলা প্রতি আঙিনা মাঝে
নানা রঙের আলপনা সাজে।
কোলাকুলি, প্রণাম যথা রীতি
রবিন্দ্র সঙ্গীত,নজরুল গীতি।
রকমারি খাবার,মিষ্টি, দই
লুচি ,পেয়েস,সন্দেশ,খই।
বাউল গান আর ধামাই গান
মহানন্দে মাতে বাঙ্গালি প্রাণ