জ্যান্ত ভূত
বিপ্লব গোস্বামী
বাঁশ বাগানের ঝোপের মাঝে
জ্যান্ত ভূতের বাস ;
ওরা রাক্তিরেতে বেজায় ক্ষ্যাপে
ভোগায় বারো মাস।
আঁঁধার রাতে খুব ক্ষ্যাপে যে
করে ক্যাচ-ক্যাচ-ঘ্যাচ ;
কচি কাঁচায় বড্ড জ্বালায়
রচে কত না যে প্যাচ।
দাদুর সাথে খোকন সোনা
যাচ্ছিল সেই পথ ধরে ;
জ্যান্ত ভূতের তাড়ায় সে যে
কাঁপছিল সে থর থরে।
দাদু বলেন ভূত কিছু নয়
সব যে মনের ভ্রম ,
খোকা বলে কি যে বলছ দাদু
যাচ্ছে বুঝি মোর দম।
দাদু বলেন কোথায় রে ভূত
তোরা দেখা দিয়ে যা ;
লাইট জ্বালাতেই উড়ে গেল
পেঁচা-বাদুড়ের ছা।