কনসার্ট চলাকালীন সময়ে ড্রোনের আঘাতে আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক বেনি দয়াল। তামিলনাড়ুর চেন্নাইয়ে এই গায়কের কনসার্টের ভিডিও যে ড্রোন দিয়ে ধারণ করা হচ্ছিল, সেই ড্রোনের আঘাতেই জখম হয়েছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মঞ্চে দাড়িয়ে ‘উবর্শী উবর্শী’ গাইছিলেন বেনি দয়াল, সেসময় হঠাৎ শুটিংয়ে ব্যবহৃত একটি ড্রোন উড়তে উড়তে গায়কের মাথার পিছনে এসে ধাক্কা মারে। এতে মাথায় ও হাতে আঘাত পান বেনি।
শুক্রবার বেনি দয়াল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই নিজের দুর্ঘটনার কথা বিস্তারিত জানান এই সংগীতশিল্পী। বলেন, ‘ড্রোনের ফ্যানের ব্লেডগুলো আমার মাথার পিছনে আঘাত করেছে। এতে বেশ খানিকটা জায়গা কেটে গেছে। আমার ডান হাতের আঙুলও জখম হয়েছে। তবে বাকি সব ঠিকই আছে। খুব তাড়াতাড়িই সেরে উঠব বলে আশা করছি।’
এরপরই ক্ষোভের সুরে বাকি শিল্পীদের উদ্দেশে বেনি বলেন, তারা যেন ইভেন্ট ম্যানেজারদের সঙ্গে শো-এর সময় পেশাদার ড্রোন অপারেটর রাখার জন্য চুক্তি করেন। এবং ড্রোন যেন কোনোভাবেই শিল্পীর পারফর্ম করার সময় খুব কাছে না আনা হয়। কারণ শিল্পীর সঙ্গে তাল মিলিয়ে ড্রোন ওড়ানো সবার পক্ষে সম্ভব না। তাই ড্রোন চালানোর জন্য সার্টিফায়েড ব্যক্তিই প্রয়োজন।’
সবশেষে তিনি বলেন, ‘আমরা খুব সাধারণ শিল্পী, স্টেজে গান গাই, সালমান খান বা প্রভাস তো নই যে অ্যাকশন বা স্টান্ট করে দেখাব, তাই বিষয়গুলো একটু সিম্পল রাখুন।’
বেনি দয়াল ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। ইন্ডাস্ট্রির অনেকেই কমেন্ট সেকশনে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। পাশাপাশি এই জরুরি বিষয় নিয়ে প্রশ্ন তুলার জন্য বেনিকে ধন্যবাদও জানিয়েছেন। আরমান মালিক, আকৃতি কক্কর, শার্লি শেঠিয়া-সহ একাধিক সংগীতশিল্পী বেনির দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রসঙ্গত, বলিউডের অজস্র হিট গানের নেপথ্য কণ্ঠ বেনি দয়ালের। তার খুব জনপ্রিয় গানের মধ্যে ‘দারু দেশি’, ‘লেটস নাচো’, ‘লোচা-এ-উলফত’, ‘লত লাগগায়ি, ‘বদতমিজ দিল’ অন্যতম।