মার্চ মাসের শুরুতেই বউ সেজেছিলেন আখি মনি জেসি ফারিয়া।দীর্ঘদিনের ভালোবাসার মানুষ মিনহাজ বিন নাসিরেরর সঙ্গে মহাধুমধাম করে পারিবারিক আয়োজনে গাঁটছাড়া বেঁধেছিলেন।
দেখেছিলেন নতুন জীবন সাজিয়ে নেয়ার স্বপ্ন।কিন্তু সেই স্বপ্নে এতো দ্রুত আঘাত আসবে, তা কে ভেবেছিল!সোমবার স্বামির সঙ্গে হানিমুনের জন্য ইউএস বাংলার ফ্লাইট চেপে নেপাল যাচ্ছিলেন।কিন্তু কাঠমান্ডুতে ল্যান্ড করার আগেই বিধ্বস্ত হয় ফ্লাইটটি।আঁখি মণির ভাই সাকিব জানান, এ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হচ্ছে।ইউএস বাংলা এয়ারলাইন্স বিএস-টু ওয়ান ওয়ান ফ্লাইটটি দুর্ঘটনায় ২ শিশুসহ ৪৯ জন নিহতের খবর জানিয়েছে নেপাল পুলিশ। এছাড়া ১৭ জন মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন আছে
নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি মনোজ নিউপেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।একটি সূত্রে জানা গেছে, বিমানটিতে চারজন ক্রুসহ ৩২ জন বাংলাদেশি যাত্রী ছিল। দুর্ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।এদিকে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে সিভিল এভিয়েশন। আগামীকাল মঙ্গলবার তারা কাঠমাণ্ডু যাবেন বলে জানা গেছে।নেপালের ভ্রমণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুরেশ আচার্য জানান, সোমবার বিকেলে বিধ্বস্ত হওয়া এই বিমানে ৪ ক্রুসহ ৭১ জন ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী ও দুটি শিশু।নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুর সোয়া দুইটার দিকে এই ঘটনায় সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে টিআইএ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com