কদম ফুলের সৌন্দর্যে মুগ্ধ ঝালকাঠি শহরবাসী

লেখক:
প্রকাশ: ৬ years ago

আষাঢ় কিংবা শ্রাবণেই বাংলাদেশের গ্রাম বাংলায় পথে পথে ফোটে কদম ফুল। কিন্তু ঝালকাঠিতে জ্যৈষ্ঠের তাপদাহে দেখা মিললো আষাঢ়ের ঘণ বর্ষায় ফোঁটা কদমের। শহরের বিভিন্ন এলাকায় এখন গাছে গাছে ছেয়ে গেছে বর্ষার এ ফুলে।

বর্ষা প্রেমিক কবি রবীন্দ্রনাথ তার বর্ষার কালজয়ী গানে লিখেন, ‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান।’ তবে সেই বর্ষার ফুল যখন গ্রীষ্মের তাপদাহে দেখা মেলে তখন তা একটু বিচিত্রই। ঝালকাঠি জেলা শহরের শিশুপার্ক ও সুগন্ধাপাড়সহ বেশ কটি এলাকায় এখন কদমের ডালে ডালে ছেয়ে গেছে ফুলে। আর তার অপরূপ দৃশ্যে মুগ্ধ করছে সবাইকে।