রাজধানীর কদমতলীতে একটি ইস্পাত স্টিল কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কদমতলী ম্যাচ ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
দগ্ধরা হলেন নজরুল ইসলাম (২৮), মো. গাফফার (২৪), মো. আহমেদ আলীর (৩০), জামাল (৩৩), সোহেল (৪০), রমজান (২৯) ও শামীম (৪৮)।
আহতরা জানান, রাতে কাজ করার সময় অতিরিক্ত তাপের কারণে গলানো লোহার টুকরা তাদের গায়ে ছিটে পড়ে। এতে তারা দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ‘দগ্ধদের মধ্যে তিনি বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com