সেতু না থাকায় কক্সবাজারের রামুর এক মৃত ব্যক্তিকে ভেলায় ভাসিয়ে দাফনের জন্য নেয়া হয়েছে। দেশ স্বাধীনের পর
থেকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের সোনাইছড়ির মনিরঝিল গ্রামে যারাই মারা গেছেন, সবার মরদেহ এভাবেই ভেলায় করে নিতে হয়েছে।
সর্বশেষ সোমবার ওই এলাকার আব্দুল বারির ছেলে মনির আহম্মদের মৃত্যুর পর ভেলায় করে মরদেহ দাফনের জন্য নেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
শুধু মরদেহ দাফনই নয়, স্থানীয় লোকজনের যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হয়। অবহেলিত মনিরঝিল গ্রামটিতে স্বাধীনতার পর থেকেই কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সোনাইছড়ি খালের ওপর একটি ছোট একটি সেতুর অভাবে ওই এলাকাটি এখনো বিচ্ছিন্ন রয়ে যায়।
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের একাধিক ব্যক্তি জানান, এই গ্রামে মানুষের জন্য একটি ছোট সেতু বা কালভার্ট করে দিলে জনদুর্ভোগ আর হবে না।
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, অবহেলিত মনিরঝিল গ্রামটিতে স্বাধীনতার পর থেকেই রাবার ডেম, নদীভাঙন রোধসহ কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগলেও সোনাইছড়ি খালের ওপর নির্মাণাধীন একটি ব্রিজের কাজ অর্ধসমাপ্ত থাকায় ওই এলাকাটি এখনো বিচ্ছিন্ন রয়ে গেছে।
এ বিষয়ে কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল বলেন, বিষয়টি অবশ্যই দুঃখজনক। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। আশাকরি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com