কংগ্রেসের সভাপতি হিসেবে শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে তিনি সনদপত্র গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। তার হাতে সনদপত্র তুলে দেন সেন্ট্রাল ইলেকশন অথরিটির সভাপতি মুল্লাপাল্লি রামাচন্দ্রন। ২০১৪ সাল থেকে কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন রাহুল।
রাহুল তার মা সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হলেন। ১৯৯৮ সাল থেকে কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সোনিয়া গান্ধী। এর মাধ্যমে ভারতের ১৩১ বছরের পুরোনো রাজনৈতিক দলটির সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালনের রেকর্ড গড়েন ৭১ বছর বয়সী সোনিয়া।
কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর আপনার কী ভূমিকা হবে- শুক্রবার সংসদের সামনে সোনিয়া গান্ধীকে প্রশ্নটি করেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, 'এখন আমার দায়িত্ব হবে অবসর নেয়া। '
এ বক্তব্য নিয়ে সোনিয়ার রাজনীতি থেকে অবসরের গুঞ্জনও শুরু হয়। পরে কংগ্রেসের এক মুখপাত্র টুইট করে বলেন, 'তিনি সভাপতির পদ থেকে অবসের যাচ্ছেন।
রাজনীতি থেকে নয়। ' সূত্র : হিন্দুস্থান টাইমস
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com