ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হারের পর নিজেদের ৩৪ বছরের ইতিহাসে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়নরা এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয় নাম্বারে। পাকিস্তানকে হটিয়ে পাঁচ নাম্বারে ফিরতে হলে বাকি তিন ম্যাচের কমপক্ষে একটিতে জিততে হবে তাদের।
সর্বশেষ অস্ট্রেলিয়া ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয় নাম্বারে নেমে গিয়েছিল সেই ১৯৮৪ সালের জানুয়ারিতে। ৩৪ বছর পর আরও একবার এমন দুর্দশার মুখোমুখি হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ওয়ানডেতে ইদানীং একদমই ভালো করতে পারছে না অস্ট্রেলিয়া। ২০১৭ সালের জানুয়ারিতে ঘরের মাঠে পাকিস্তানকে হারানোর পর থেকেই অবনমন শুরু হয়েছে অজিদের। এরপরের ১৫টি ওয়ানডের মধ্যে ১৩টিই হেরেছে তারা। এর মধ্যে টানা তিনটি দ্বিপাক্ষীয় সিরিজ হেরেছে ইংল্যান্ড, ভারত আর নিউজিল্যান্ডের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো গ্রুপর্বের গন্ডিও পার হতে পারেনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com