বগুড়ার আদমদীঘির সান্তাহারে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটি হওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে চন্দ্রা ভৌমিক (১৬) নামের এক কিশোরী।
শনিবার (২২ মে) বিকেল ৪টায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগ নিয়ে চন্দ্রা ভৌমিকের সঙ্গে ছোট ভাইয়ের কথাকাটাকাটি হয়। চন্দ্রা মোবাইলে ওয়াইফাই সংযোগ না পেয়ে ছোট ভাইয়ের ওপর অভিমান করে উপজেলার সান্তাহার রথবাড়ি মহল্লায় তাদের নিজ বাড়িতে শোয়ার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন তাকে ঝুলতে দেখে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কারও অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।