গত বছরের শারদীয় দুর্গোৎসবের বিসর্জনের সময় বরিশাল নগরীর জগন্নাথ মন্দিরের ভক্তদের অকথ্য ভাষায় গালাগাল করায় নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভায়।
শ্রীশ্রী হরি ঠাকুর মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়। মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, গতবছরের দুর্গা পূজার মা দুর্গার বিসর্জনের দিন বরিশাল কোতয়ালী মডেল থানার সাবেক ওসি আওলাদ হোসেন জগন্নাথ মন্দিরের ভক্তদের উদ্দেশ্যে করে অকথ্য ভাষায় গালাগাল করে এবং সাম্প্রদায়িক উস্কানী দেয়।
এতে ওই সময় বিক্ষুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শুক্রবার মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারুর সভাপতিত্বে সংগঠনের বিশেষ বর্ধিত সভায় ভাটিখানা পূজা মন্দির এই বিষটি উপস্থাপন করেন। এসময় মহানগর পূজা উদযাপন পরিষদের নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
এদিকে পুজা উদযাপন পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু বলেন, গত বছর পুজার সময় কোতয়ালী মডেল থানার সাবেক ওসি শাহ মো. আওলাদ হোসেন মামুন বিভিন্ন মন্দিরে গিয়ে পুজার আয়োজক এবং ভক্তদের অকথ্য ভাষায় গালাগাল করে। যা সাম্প্রদায়িক উস্কানীর সামিল।
এই ঘটনায় আমরা পুজার পর পরই শাহ মো. আওলাদ হোসেন এর বিরুদ্ধে লিখিত এবং মৌখিক ভাবে সাবেক পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছিলাম।
তাছাড়া গতবছরের পুজা পরবর্তী প্রথম সাধারণ সভা শুক্রবার অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত নেতৃবৃন্দ এবং সদস্যরা গত বছরের ওই ঘটনায় নিন্দা প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবের উপর ভিত্তি করে পরিষদ নিন্দা প্রস্তাব গ্রহন করেছেন। পাশাপাশি পরবর্তী যাতে এ ধরনের কোন ঘটনা না ঘটে সে বিষয়টির প্রতি গুরুত্ব দেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com