কাজীরহাট থানার ওসি, এস আই ও এ এস আই সহ সাত পুলিশ সদস্যর বিরুদ্ধে দায়েরকৃত মামলা এএসপিকে তদন্তের আদেশ দিয়েছে আদালত। ৯ নভেম্বর বৃহস্পতিবার বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাম্মী আকতার বিচারাধীন আদালত এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, গত ৩০ অক্টোবর কাজীরহাট থানার ওসি মাছুম তালুকদার, এস আই রতন কুমার হাওলাদার, এ এস আই লুৎফর রহমান ও অজ্ঞাত আরো ৩ থেকে ৪ জন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ওই আদালতে মামলা দায়ের হয়।
মামলাটি দায়ের করেন থানা এলাকার পূর্ব রতনপুর গ্রামের আব্দুর রশিদ খান। অভিযোগে তিনি থানাপুলিশের বিরুদ্ধে আদালতে বলেন, গত ২৪ অক্টোবর রাত ৩ টায় তারা তার বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দেয়। বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে তারা থানাপুলিশ বলে পরিচয় দেয়। পরিচয় পেয়ে দরজা খুললে তারা ভিতরে ঢুকে ঘরের মালামাল তছনছ করে।কারন জানতে চাইলে এমপি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ছেলেরা পোস্টার লাগিয়েছে বলে বলা হয়। পুলিশে দাপট দেখিয়ে তারা বিছানার নিচে রাখা ১২ হাজার টাকা নিয়ে যায়। প্রতিবাদ জানালে রশিদকে আটক করে ৫০ হাজার টাকা চাঁদা চায়। ব্যর্থতা প্রকাশ করলে মাদক মামলা দেয়ার হুমকি দিয়ে তাকে থানায় নিয়ে যায়।
একই সাথে তার ছেলেদের পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে কাজ করতে নিষেধ করে। না মানলে মিথ্যে মামলা দেয়া সহ ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়া হয়। থানায় গিয়ে এস আই রতন বাদী হয়ে রশিদের দুই ছেলেকে অজ্ঞাত দেখিয়ে তার বিরুদ্ধে জি আর মামলা দায়ের করে। এমপি পঙ্কজ দেবনাথের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির প্রতিবাদ করায় অভিযুক্তরা তার পক্ষ নিয়ে এভাবে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে সাধারণ মানুষকে বিপদে ফালায়। তারা রশিদের টাকা ছিনিয়ে নেয়াসহ চাঁদার দাবীতে মিথ্যে মামলা দায়ের করে শাস্তি যোগ্য অপরাধ করেছে বলে দাবী করে বাদী তাদের বিচার চায়। এভাবে মামলা দায়ের হলে আদালত শুনানি শেষে এএসপিকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com