ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন ২০ শিক্ষার্থী

:
: ৬ years ago

সরকারের আহ্বানে সাড়া দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে যাচ্ছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের প্রতিনিধি দল।

আজ সোমবার দুপুর আড়াইটার আগে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক হাসান আল মামুন সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে কোটা সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছে। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ ব্যানারে পরিচালিত হচ্ছে এ আন্দোলন।

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা।  গত ফেব্রুয়ারি থেকে টানা আন্দোলন চললেও রোববার তা সহিংস রূপ নেয়। তবে গতকাল আন্দোলনরতদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে তা উত্তালরূপ ধারণ করে।

যেসব দাবিতে আন্দোলন হচ্ছে সেগুলো হলো- সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা ও নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।