আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, ৭২ ঘণ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর তাকে সিঙ্গাপুর নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।
রবিবার সকাল সাড়ে সাতটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় আওয়ামী লীগের এই শীর্ষ নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক বিভাগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এনজিওগ্রাম করার পর হার্টে ব্লক ধরা পড়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, ওপেন হার্টের সিদ্ধান্তের বিষয়ে চিকিৎসকদের বোর্ড বসেছে। তার তিনটি রিং পরানো হয়েছে। এখন অবস্থা খুবই খারাপ।