ওপেনার সাকিবের ‘অভিষেক’

লেখক:
প্রকাশ: ৩ years ago

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ওপেনার হিসেবে আত্মপ্রকাশ করলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৩ রান তাড়া করতে নেমে মোহাম্মদ নাঈমের সঙ্গী হয়ে ইনিংস উদ্বোধন করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬৭ ম্যাচ খেলেছেন সাকিব। ইনিংসের বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু কখনো ইনিংস ওপেন করা হয়নি তার।

সবধরনের ক্রিকেটে সাকিব ৬৪ ইনিংসে তিনে ব্যাটিং করেছেন। চারে ব্যাটিং করেছেন ৭১ ইনিংসে। পাঁচেই সবচেয়ে বেশি সময় দেখা গেছে তাকে। ২০০৬ থেকে ২০১৯ পর্যন্ত ১৮৯ ইনিংসে পাঁচে নেমে ৫৯১১ রান করেছেন।

এছাড়া ছয়, সাত ও আটে নেমে সাকিব খেলেছেন যথাক্রমে ৫৬, ২০ ও ২ রানের ইনিংস। তিনে যতদিন ব্যাটিং করেছেন অনেক সময় প্রথম বা দ্বিতীয় ওভারেই তাকে ২২ গজে নামতে হয়েছিল।

সাকিব ক্যারিয়ার শুরু করেছিলেন লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। এখন সীমিত পরিসরে নিয়মিত তিনে ব্যাটিং করছেন। সাদা পোশাকে নামছেন মিডল অর্ডারে। ঘরোয়া ক্রিকেটেও তার সর্বোচ্চ পজিশন তিন। তবে ২০১৫ সালে ঢাকা লিগের সুপার লিগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ওপেনিংয়ে নেমেছিলেন। ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি। ৫১ বলে করেছিলেন মাত্র ২৮ রান।

ওপেনাররা ব্যর্থ হওয়ায় দ্রুতই তাকে ক্রিজে আসা লাগত। আজ না হয় ওপেনিংয়ে আসলেন। কাজটা তো একই। কিন্তু হতাশ করলেন তিনিও। করলেন মাত্র ৯ রান।