বিজয়ের মাসে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিশিষ্ট আইনজীবী গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ঐক্যবদ্ধ হলে ইনশাল্লাহ জনগণের বিজয় হবেই হবে। তিনি বলেন, জনগণই এদেশের মালিক। তাই মালিকদের ঐক্যবদ্ধ হতেই হবে।
জাতীয় ঐক্য প্রক্রিয়া, ঢাকা মহানগর উদ্যোগে শুক্রবার ‘স্বাধীনতা : প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে (নিচতলা) ঢাকায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় ড. কামাল হোসেন বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তালিকা করুন কারা সংবিধান লঙ্ঘন করছে। আমরা কেউ সংবিধানের বাইরে কথা বলছি না। সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, একাত্তরে জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল বলে বিজয়ের স্বাদ নিতে পেরেছে। ৯০’র আন্দোলনে মাধ্যমে আমরা বহুদলীয় গণতন্ত্র পেয়েছি। এখন সেই বহুদলীয় গণতন্ত্রকে কার্যকর দেখতে চাই। এটা চাওয়াতো অন্যায় নয়। এটা দলীয় বা মনগড়া কথা নয়। এটা সব সাধারণ মানুষের চাওয়া। তবে এটা চাইতে বা পেতে সবাইকে ঐকবদ্ধ হতে হবে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ায় দেশপ্রেমিকরা কাজ করছে। এটা কোন দলীয় ফোরাম নয়। এখানে যারা দেশকে কিছু দিতে চায় তারাও যোগ দিতে পারে। তিনি দেশপ্রেমিকদের জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অংশ নেয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ. ব. ম. মোস্তাফা আমীন, শহীদ ডা. মিলনের মাতা সেলিনা আক্তার, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব মোশতাক আহমদ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com