আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমি চাইলে ঢাকায় থাকতে পারতাম। কিন্তু আমি সেখানে থাকিনি। রাজশাহীর মাটিতে আমার বাবা-মা শুয়ে আছেন। এই মাটি ও মানুষের টানেই রাজশাহীতে আছি। রাজশাহী শহর ও মানুষের উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য সুযোগ চাই।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী।