এ কে সরকার শাওনের কবিতা আবার আসবো আশ্বিনে

লেখক:
প্রকাশ: ৩ years ago
এ কে সরকার শাওন

আবার আসবো আশ্বিনে
এ কে সরকার শাওন
 
কতদিন দেখিনা তাঁরে
মনে পরে বারে বারে।
বাড়ী ফিরিবার কালে
দেখতো পিছন ফিরে!
 
সেই মুখ মনে এলে
হৃদয় তোলপাড় হয়
অতীতের পর্দা উঠে
স্মৃতিমালা কথা কয়!
 
মালঞ্চিতে শুকায় ফুল
স্মৃতিপটে পড়েনি আচড়!
হাঁসিটাও অটুট আছে
অনুভবটা নিরন্তর!
 
সুখ বসন্ত গিয়েছে উবে
ভ্রমরেরা আজ নিরব!
চারিপাশে ধূ ধূ বালুচর
তপ্ত লাভা সরব!
 
মেঘের ভেলায় ভেসে
দিগন্তরেখা করি পার!
যদি ভুলে কোনক্ষণে
দেখা পাই প্রিয়তমার!
 
শরতের শিউলি আমি
অনাদরে নিলাম বিদায়!
আবার আসবো আশ্বিনে,
তাঁর বুকে পাই যেন ঠাই।
কবিতাঃ আবার আসবো আশ্বিনে
এ কে সরকার শাওন
কাব্যগন্থঃ প্রণয়-প্রলাপ
এ কে সরকার শাওন
শাওনাজ, ঢাকা।