প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১:৫৭ পূর্বাহ্ণ
এ কে সরকার শাওনের “আমি থাকি কিবা হারাই”
দেখো আবার ফাগুন এসেছে!
বার বার আসবে ধরার বুকে।
আনন্দ উল্লাসে বসন্ত বাতাসে
সবে উতলা হবে বালার্কে ।
কোকিল গাইবে বসন্তের গান।
বাতাশ কাঁপবে আলো নাচবে
আমাদের এই বসুন্ধরায়।
আমি থাকি কিবা হারাই।
তাতে কারো কিইবা আসে যায়।
ফাগুন আসবে তোমার ভুবনে
সাগর গিরি বনে কাননে,
শিশু-যুবা-বয়োবৃদ্ধ সবার মনে
এ ধরার প্রতিটি গৃহকোনে।
সবাই হাসবে সবাই গাইবে
টুন্কারে শিঞ্জনে নিপ্পণে;
আবেগে উ্দ্বেলিত এ ধরায়!
আমি থাকি কিবা হারাই,
তাতে কারো কিইবা আসে যায়।
বাউলা বাতাসের ডানায় চেপে
উড়বে ঘুড়ি নীল আকাশে
পতপতিয়ে প্রজাপতি নাচবে
কোকিলের ডাকে আমাকে পাবে।
গুনগুনিয়ে ভ্রমর গাইবে
তুমি হাসবে তুমি কাদঁবে
ভাসবে স্মৃতির হাজার ছোঁয়ায়
আমি থাকি কিবা হারাই;
তাতে কারো কিইবা আসে যায়।
ফাগুনের বুক ভরা উচ্ছ্বাসে
মন পবনের তীব্র স্রোতে
তুমিও মন ভাসাবে!
পলাশ শিমুল কিংশুকের শাখায়,
রোদের ছোঁয়ায় আগুন জ্বলবে।
মনের আগুন হবে দ্বিগুন
চৈতালী গানে ও কবিতায়,
আমি থাকি কিবা হারাই।
তাতে কারো কিইবা আসে যায়।
কবিতা: আমি থাকি কিবা হারাই
এ কে সরকার শাওন
কাব্যগ্রন্থ : আপন ছায়া
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com