এ্যাপোলো হাসপাতালের ডা. মুজিবুর আর নেই

:
: ৬ years ago

এ্যাপোলো হসপিটালস ঢাকার গ্যষ্ট্রোএন্টেরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাক্তার মুজিবুর রহমান ভূঞা আর নেই।

সোমবার সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে অপারেশান চলাকালীন  সিঙ্গাপুর সময় আনুমানিক রাত ৮.০০ ঘটিকার সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

প্রফেসর ডাক্তার মুজিবুর রহমান ভূঞা ১৯৬২ সালের ১৩ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম.বি.বি.এস ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে এফ.সি.পি.এস (মেডিসিন) ও এম.ডি (গ্যষ্ট্রোএন্টেরোলজি) ডিগ্রী অর্জন করেন। তাঁর ২৯ বৎসরের কর্মজীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন।

পরবর্তীতে তিনি ২০১১ সালে মার্চ মাসের ০১ তারিখে এ্যাপোলো হসপিটালস ঢাকার গ্যষ্ট্রোএন্টেরোলজি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে যোগদান করেন। তার মৃত্যুতে এ্যাপোলো পরিবারসহ সারাদেশ একজন প্রখ্যাত গ্যষ্ট্রোএন্টেরোলজিস্টকে হারালো।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, অসংখ্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, সহকর্মী, রোগী ও বন্ধুবান্ধব সহ গুণগ্রাহী রেখে গেছেন।