এ্যাপোলো হসপিটালস ঢাকায় প্রথমবার ‘অ্যাওয়েক ব্রেন সার্জারি’

:
: ৬ years ago

এ্যাপোলো হসপিটালস ঢাকায় প্রথমবার ‘অ্যাওয়েক ব্রেন সার্জারি’ সম্পন্ন হয়েছে। গত ৩০ ডিসেম্বর নয়ন মোল্লা (২৬) নামের এক যুবক খিঁচুনি, কথা বলায় জড়তা নিয়ে এতে ভর্তি হন। তার ডান হাত ও ডান পায়েও দুর্বলতা ছিল। এমআরআই স্ক্যান করার পর দেখা যায় ব্রেইনের বাম দিকে মটর এরিয়ায় একটি ক্রমবর্ধমান টিউমার।

বিশেষজ্ঞ ডাক্তার ও নয়ন মোল্লার পরিবারের সাথে আলোচনার পর জাগ্রত অবস্থায় সার্জারির সিদ্ধান্ত নেয় এ্যাপোলো হসপিটালস। নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডা: মো. আলী উজ্জামান জোয়ার্দ্দারের নেতৃত্বে অপারেশন সম্পন্ন হয়।

জাগ্রত অবস্থায় সার্জারি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে পুরো অপারেশনের সময় রোগী জেগে থাকেন। রোগী ডাক্তারের পরামর্শে কথা বলেন এবং হাত-পা নাড়াচাড়া করেন। এই অপারেশনের পর নয়ন মোল্লা নামের সেই যুবক কোনো নিউরোলজিক্যাল সমস্যা ঝাড়াই স্বাভাবিক জীবনযাপন করছেন।