এসপি লালনের গীতিকবিতায় এলো ওয়াহিদ রাসেলের কষ্ট

লেখক:
প্রকাশ: ৪ years ago

খুলনার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ সরকারি কর্মকর্তা হলেও সৃজনশীন লেখালিখিতে অভ্যস্ত বহুদিন ধরেই। গীতিকার হিসেবেও তিনি পরিচিত। গান লিখে চলেছেন তিনি অডিও এবং চলচ্চিত্রে।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি দুটি গান রচনা করেছেন। গানগুলোর শিরোনাম ‘কষ্ট’ ও ‘লোকে নাকি পাগল বলে’।

দুটি গানেই কণ্ঠ দিয়েছেন ওয়াহিদ রাসেল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজীব হোসেন। এর আগেও রাজীব হোসেনে আয়োজনে গান লিখেছেন এসপি লালন।

তিনি জানান, দুটি গানের মধ্যে ‘কষ্ট’ গানটি আজ সোমবার ঈগল মিউজিক সিটি থেকে প্রকাশ হয়েছে। গানটি নিয়ে আশাবাদী গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক।

এসপি লালন বলেন, ‘ঈগল মিউজিক সিটির কর্ণধার কচি ভাইকে ধন্যবাদ। তিনি আমার দুটি গান প্রকাশ করতে যাচ্ছেন বেশ যত্ন নিয়ে। এরইমধ্যে ‘কষ্ট’ গানটি আজ থেকে দেখা যাচ্ছে। আশা করছি দর্শক-শ্রোতা গানটি উপভোগ করবেন।’

‘কষ্ট তুমি পাথর কঠিন/ কষ্ট তুমি শুশুক/ তবুও জানি কষ্টে তোমার/ ভিজবে না ঐ দুচোখ’- শীর্ষক ‘কষ্ট’ গানটি দেখা যাবে এই লিংকে-