মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে যমজ বোন রাইসা ও লামিসা। তারা দুজনই বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে এ ফলাফল অর্জন করেছে।
রাইসা ও লামিসা পারনান্দুয়ালী গ্রামের সাংবাদিক হোসেন সিরাজ ও শিক্ষিকা মর্জিনা খানম দম্পতির মেয়ে। তারা দুজনই মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
জিপিএ-৫ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে ফারহাত লামিসা বলে, ‘বাবা-মা, গৃহশিক্ষক সবার সহযোগিতায় আমি ফলাফল করতে সক্ষম হয়েছি। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই।’
আফরা রাইসা বলে, ‘আমি জিপিএ-৫ পেয়েছি। আমি এতে খুবই খুশি। আমি যেন আরও ভালো ফলাফল করে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।’
যমজ দু’বোনের বাবা সাংবাদিক হোসেন সিরাজ বলেন, আমার এক মেয়ে গোল্ডেন এ প্লাস ও অপরজন জিপিএ-৫ পেয়েছে। এতে আমার পরিবারের সবাই আনন্দিত। তবে আমরা কখনও ওদের পড়ালেখা নিয়ে চাপাচাপি করিনি। মেয়েরা নিজেদের আগ্রহে পড়ালেখা করে এ ফলাফল অর্জন করেছে। ওরা দুজনই শিক্ষক হতে চায়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com