এসআই নিয়োগে কম্পিউটার পরীক্ষা শুরু ৫ মার্চ

লেখক:
প্রকাশ: ২ years ago

বাংলাদেশ পুলিশে ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা যাচাই পরীক্ষা আগামী ৫ মার্চ শুরু হবে। এ পরীক্ষা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসআই নিয়োগে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ তিন হাজার ৪৩৬ জন প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা আগামী ৫-১৫ মার্চ ঢাকার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হবে।

কম্পিউটার দক্ষতা পরীক্ষায় পরীক্ষার্থীকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিংয়ের দক্ষতা যাচাই করা হবে। এ পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

কম্পিউটার দক্ষতা যাচাই পরীক্ষার সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন